গাইবান্ধার সুন্দরগঞ্জে মঙ্গলবার জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
উপজেলার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ক্লাস বন্ধ রেখে কিছু ছাত্রীকে সম্মেলনে অংশগগ্রহণ করানোর অভিযোগ উঠেছে।
আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে উপজেলার থানা রোডে দুপুর ১২টার দিকে ছাত্র সমাজের নেতা-কর্মীদের সঙ্গে একটি র্যালিতে অংশ নেয় স্কুলছাত্রীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া র্যালির ছবিতে দেখা যায়, সবুজ রঙের স্কুল পোশাক পরা একদল ছাত্রী র্যালির সামনে অবস্থান করছে।
র্যালিতে অংশ নেয়া এক ছাত্রী বলে, ‘স্কুল থেকেই আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। ক্লাস বন্ধ করে আমরা বাধ্য হয়ে অংশগ্রহণ করেছি।’
এক প্রশ্নের জবাবে ওই ছাত্রী বলে, ‘কেন আমাদের র্যালিতে এনে শোডাউন দেয়া হয়েছে তা জানি না। আমাদের দুপুরের খাবার দেয়ার কথা ছিল, কিন্তু খাবার দেয়া হয়নি।’
সন্তানের ক্ষতি হতে পারে এমন চিন্তা থেকে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘আমরা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাই পড়ালেখার জন্য; দলীয় অনুষ্ঠানে র্যালির জন্য না। এ ধরনের দলীয় প্রোগ্রামগুলোতে অনেক সময় সংঘাতের ঘটনা ঘটে থাকে।’
আরেক অভিভাবক বলেন, ‘এখানে যদি কোনো ধরনের অঘটন ঘটত? এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা অন্যায়।’
ক্লাস বন্ধ রেখে ছাত্রীদের র্যালিতে আনার পেছনে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
ঘটনাটির সত্যতা স্বীকার করে জাতীয় পার্টির সহযোগী সংগঠন ছাত্র সমাজের উপজেলা সভাপতি শাহ সুলতান সরকার সুজন বলেন, ‘অতিথিদের ফুল দেয়ার জন্য ওই স্কুলের মেয়েদেরকে নিয়ে আসা হয়েছিল। পরে তারা র্যালিতেও অংশ নেয়।’
জানতে চাইলে আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মুখে মাস্ক পরা থাকায় চিনতে পারছি না। তারা আমাদের বিদ্যালয়ের হয়ে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মমিন মন্ডল বলেন, ‘ক্লাস বাদ দিয়ে দলীয় অনুষ্ঠানে ছাত্রীদের উপস্থিতি দুঃখজনক। এটি একটি নিন্দনীয় অপরাধ।’
বিষয়টি তদন্ত করে দেখবেন বলেও জানান তিনি।