বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনে বাধার চক্রান্ত হলে ভিসা নীতি দেখতে যাব না

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:২৮

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ভিসা নীতিতে কাকে ভিসা দেবে আর কাকে দেবে না সেটা যুক্তরাষ্ট্রের ব্যাপার। তবে গণমাধ্যমকে কেন ভিসা নীতিতে ফেলা হবে সেটি আমার বোধগম্য নয়। তাদের এই ভিসা নীতি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ।’

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত করলে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কী বললো সেটি আমরা দেখতে যাব না। বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’

মঙ্গলবার রাজশাহীতে যুবলীগ রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরীর পাঠানপাড়া শিমুলতলার মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে অথবা নানাভাবে বির্তকিত করতে ষড়যন্ত্র করেন, বিদেশিদের হাতে হাত মেলান, দেশি-বিদেশি চক্রান্তে লিপ্ত হন, তারা আবার সক্রিয় হয়েছে।

‘বিএনপি-জামায়াতের উদ্দেশে বলছি, নির্বাচনে আসবেন কি আসবেন না সেটি আপনাদের নিজস্ব রাজনৈতিক বিষয়। তবে নির্বাচনে এলে আপনাদেরই ভালো হবে। তা না করে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। স্যাংশন দিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেঁড়া যাবে না।’

শর্টকাটে ক্ষমতায় যাওয়ার পথ শেখ হাসিনা খোঁজেন না: পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘এ দেশে নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই। সেই ষড়যন্ত্র যুবসমাজ মেনে নেবে না। শেখ হাসিনার কর্মীরা প্রতিযোগিতাকে ভয় পায় না। অনির্বাচিত, অবৈধ সরকার ক্ষমতায় বসানোর অপচেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।’

তিনি বলেন, শর্টকাটে ক্ষমতায় যাওয়ার পথ শেখ হাসিনা খোঁজেন না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।’

গণমাধ্যমের ওপর ভিসা নীতি কেন বোধগম্য নয়: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্মানিত অতিথির বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ শুধু দেশ পরিবর্তন হয়েছে তা নয়, তিনি দেশের মানুষের ভাগ্যেরও পরিবর্তন করেছেন। বাংলাদেশ যখন এভাবে এগিয়ে যাচ্ছে, তখন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান আবার ভবন, খোয়াব ভবন তৈরি করবেন। সারাদেশে ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছিল, এবার ৫ হাজার জায়গায় বোমা হামলা হবে। রাজশাহীর বাগমারায় বাংলাভাইয়ের উত্থান হয়েছিল, এবার সারাদেশে বাংলাভাই হবে। বাংলাদেশ পাকিস্তান, আফগানিস্তানের পর্যায়ে চলে যাবে।’

গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘ভিসা নীতিতে কাকে ভিসা দেবে আর কাকে দেবে না সেটা তাদের ব্যাপার। তবে গণমাধ্যমকে কেন ভিসানীতিতে ফেলা হবে সেটি আমার বোধগম্য নয়।’

যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে বিএনপি-জামায়াত মাঠে নামতে পারবে না: নিখিল

সম্মেলনে প্রধান বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত মাঠে নামতে পারবে না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাদের নৌকা প্রতীক দেবেন, ঐক্যবদ্ধ থেকে তাদের বিজয়ী করতে হবে।’

রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম ঠান্ডু ও সদস্য বেগম আখতার জাহান।

এ বিভাগের আরো খবর