বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁয় শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫৪

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে ফেরার পথে আবুল হোসেন নামে এক স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার পাঁচপুর মোড় এলাকায় সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা। তিনি জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়দের বরাত দিয়ে আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, শিক্ষক আবুল হোসেন সোমবার বিকেলে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় থেকে ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথ আটকিয়ে তাকে মারধর করে এবং তার দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, ‘স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পথে এ ঘটনা ঘটেছে।’

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন, ‘শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধু একটু চামড়ার সঙ্গে লেগে আছে। তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর