রাজধানীর শাহবাগে ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শেষ হয় রাজু ভাস্কর্যে।
ছাত্রদলের এ মিছিলে ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ এবং নূরে আলম ভূঁইয়া ইমন এই মিছিলের নেতৃত্ব দেন।
এ সময় নেতা-কর্মীরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি, ছাত্রদলের ঘাঁটি’, ‘টেইক ব্যাক বাংলাদেশ’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান। এ সময় তারা সারা দেশে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার জন্য ছাত্রলীগকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবিও জানান।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অচিরেই শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগনের হারানো গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ছাত্রদল ঘরে ফিরবে।