রাজধানীর মিরপুরে একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান ২৩ বছর বয়সী মো আরিফ মিয়া, তার সহযোগী ২০ বছরের হৃদয়, ১৯ বছরের মো. আলম, এবং ১৯ বছরের মো. রমজান।
পুলিশ জানিয়েছে. আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০-১২ জন সদস্য রয়েছেন। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করেন।
গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করেন। আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজের গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন নিউজবাংলাকে বলেন, রাতে ছুরি-চাকু নিয়ে দলবলসহ আরেকজনকে মারতে যাচ্ছিলেন আরিফ তার দলের সদস্যরা। গোপন সংবাদে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।