নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলো উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের ৯ বছর বয়সী ছেলে জিসান ও একই গ্রামের আবু তাহেরের ছেলে ১২ বছর বয়সী রাহাত হোসেন।
চরজাব্বার থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে শিশু জিসান ও রাহাত মক্তবে পড়তে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, কিন্তু তারা মক্তবে না গিয়ে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে ওঠে। ওই সময় মসজিদের পাশ ঘেঁষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে তারা গুরুতর আহত হয়।
‘একপর্যায়ে তারা নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘শিশুদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন।’