বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে এবং তার মুক্তির দাবিতে রাজপথে পথযাত্রা করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে রোববার আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যনারে এ কর্মসূচি পালন করা হয়।
পদযাত্রাটি সুপ্রিম কোর্টের মাজার গেট দিয়ে শিক্ষাভবন, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ ময়দান হয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে গিয়ে শেষ করে।
কয়েক শ আইনজীবীর অংশগ্রহণে এ পদযাত্রা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
এ সময় বক্তব্য দেন ইউএলএফের কেন্দ্রীয় আহবায়ক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং বার কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন।
তিনি বলেন, ‘এই সরকার গণতন্ত্র হত্যা করেছে। বিচার বিভাগের স্বাধীনতা হত্যা করেছে। আমাদের বিচার বিভাগ বেগম খালেদা জিয়ার জন্য স্বাধীন হতে পারেনি। আজ প্রধানমন্ত্রী বলছেন স্যাংশনের ভয় পান না। কিন্তু আমরা দেশের মানুষ লজ্জা পাই।’
তিনি আরও বলেন, ‘অনেক হয়েছে, এইদিন দিন না আরও দিন আছে। এইদিন নিয়ে যাবে আপনাদের পদত্যাগের কাছে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এ আইনজীবী বলেন, ‘অক্টোবরের মধ্যে আপনাকে বিদায় নিতে হবে। আপনি যত তাড়াতাড়ি দেশে এসে পদত্যাগ করবেন ততই দেশের জন্য মঙ্গলজনক হবে।’
আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। খালেদা জিয়াকে মুক্ত করেই দেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হবে। দয়া করে ক্ষমতা ছেড়ে দেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন। অন্যথায় আইনজীবী ও জনতা এ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।’
আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘কয়েক দিনের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দেয়া হলে আমরা জনতার সাথে আন্দোলন করে উনাকে মুক্ত করে আনব।’
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করার কথা বলে তামাশা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে জাতীয় ও আন্তর্জাতিক আইনে আপনাদেরকে বিচারের আওতায় আনা হবে।’