সাভারে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গ্রেপ্তার রাকিবুল কবির শিপন সাভার পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর জামসিং এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় দেওগাঁও স্কুলে শিক্ষকতা করতেন।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে শনিবার রাতে ওই ছাত্রীর বাবা মামলা করলে রোববার সকালে অভিযুক্তকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়, দীর্ঘ সাত মাস ধরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন শিক্ষক রাকিবুল। বিভিন্ন সময় সেই শিক্ষার্থীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। গত ১৩ জুন বাসা ফাঁকা পেয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন ওই শিক্ষক।
এরপর বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে চলে যান তিনি। এরপর থেকে রাকিবুল আর ভুক্তভোগীকে পড়াতে যাননি। ঘটনার পর থেকে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন।