বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইন জুয়া: এক মাসে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪১

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের এসপি মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, গত এক মাসে গ্রেপ্তার চক্রটি অর্ধকোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন অশোক কুমার ঘোষ, শফিকুল ইসলাম, অনি কুমার রজক ও আবদুস সালাম মোল্লা (লিটন)।

অভিযান চালানোর সময় আসামিদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অনলাইন অবৈধ ই-ট্রানজেকশনে ব্যবহৃত সাতটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ও ১৬টি সিমকার্ড জব্দ করা হয়।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার আসামি ও তাদের সহযোগীরা bet365, Betbuzz, FairExch9, dreamz444, KyFAIR 247 ও আরও কিছু ওয়েবসাইট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র হিসেবে অনলাইন অ্যাপ ও জুয়া সাইটে জুয়া খেলায় প্রলুব্ধ করতেন। এরপর মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস (নগদ, বিকাশ, রকেট) ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিতেন।

তিনি আরও জানান, গত এক মাসে গ্রেপ্তার চক্রটি অর্ধকোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারদের নামে সাইবার নিরাপত্তা আইনে আরএমপির বোয়ালিয়া থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর