নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা পরিশোধ করতে না পারা এক কৃষককে শিকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে।
উপজেলার বাহাদুরপাড়া গ্রামে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে বেঁধে রাখা রাখা হয়।
৫৫ বছর বয়সী কৃষক আসাদ আলী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা।
তিনি জানান, তিন বছর আগে নাটোরের গুরুদাসপুরের বাহাদুরপাড়া গ্রামের আবদুল আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেন তিনি। এরপর দুই বছরে ২০ হাজার টাকা সুদ ও আসলসহ ৩০ হাজার টাকা পরিশোধ করেন আসাদ। বাকি ৫০ হাজার টাকা এ বছরের শুরুতে দেয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অভাবগ্রস্ত হয়ে পড়ায় বাকি ৫০ হাজার টাকা দিতে পারেননি তিনি।
এরই জেরে শনিবার সকালে আবদুল আজিজ ও তার বাবা আফজাল হোসেনসহ কয়েকজন ব্যক্তি আসাদকে তার বাড়ি থেকে তুলে আনেন। পরে আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল দিয়ে বেঁধে রাখেন। টাকা পরিশোধ করতে না পারলে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া হয় তাকে।
এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‘অনেক দিন হলো পাওনা টাকা ফেরত চেয়েও টাকা দিতে পারেনি। এ জন্য তাকে নিয়ে এসে শিকলবন্দি করে রাখা হইছে, যেন সে পালায় যেতে না পারে।’
এ বিষয়ে গুরুদাসপুরে থানার ওসি মোনায়ারুজ্জামান বলেন, ‘সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ পাঠালে ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’