বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৫৩

সকাল পৌনে আটটার দিকে মৃত্যু হয় খাদিজার। তার শরীরের প্রায় ৯০ ভাগই দগ্ধ ছিল। আর দুপুরের দিকে মারা যান সায়মা, যার শরীরের ৮৫ ভাগ পুড়ে যায়।

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তারা।

নিহতরা হলেন- ৩৯ বছর বয়সী খাদিজা নিপা ও ৪০ বছর বয়সী সায়মা আক্তার চায়না।

সকাল পৌনে আটটার দিকে মৃত্যু হয় খাদিজার। তার শরীরের প্রায় ৯০ ভাগই দগ্ধ ছিল। আর দুপুরের দিকে মারা যান সায়মা, যার শরীরের ৮৫ ভাগ পুড়ে যায়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে চারজন দগ্ধ রোগী আমাদের এখানে আসে। এদের মধ্যে দুইজন নারী মারা গেছেন। আরও এক নারী ও একজন পুরুষ চিকিৎসাধীন। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের সমস্ত শরীরে পোড়া ক্ষত রয়েছে।’

আশঙ্কাজনক অবস্থায় থাকা ৪৫ বছর বয়সী সোহানের শরীরে ১০০ শতাংশ দগ্ধ এবং তার মা হাসিনা মমতাজের শরীরে ৫৫ শতাংশ দগ্ধ বলে জানান এ চিকিৎসক।

নিহত খাদিজা হাসিনার মেয়ে এবং সায়মা তার পুত্রবধূ।

শুক্রবার গভীর রাতে আড়াইহাজারের ভাড়া করা বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত খাদিজার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন একটা কোম্পানিতে চাকরি করতেন এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজারের লক্ষ্মী দরদী এলাকায়। আমাদের পিতা কেশোয়ার মোল্লা, আমরা তিন বোন ও দুই ভাই।’

এ বিভাগের আরো খবর