রাজধানীর হাজারীবাগের বসিলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৫ বছর বয়সী মো. সেলিমের বাড়ি মোহাম্মদপুর জেনভা ক্যাম্পে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
আহতরা হলেন ২২ বছর বয়সী সালমা আক্তার, ১৮ বছর বয়সী মারফিয়া আক্তার, ৪২ বছর বয়সী মারুফা বেগম, ৪০ বছর বয়সী রানী বেগম। তারা সবাই অটোরিকশার যাত্রী এবং অটোরিকশাচালক ৪২ বছর বয়সী ইয়ার হোসেন। আহত যাত্রীরা সবাই কেরানীগঞ্জের আটি বাজারের বাসিন্দা। অটোরিকশাচালক ইয়ার হোসেন মানিকগঞ্জে থাকেন।
আহতদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ফাহাদ জানান, শনিবার সকালের দিকে বছিলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে অটোরিকশার চার নারীযাত্রীসহ এর চালক গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় সিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, শনিবার সকালের দিকে বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম নামের এক ব্যক্তি নিহত হন। তিনি পেশায় একজন কসাই। তার বাড়ি মোহাম্মদপুর জেনভা ক্যাম্পে। পরে ঘটনাস্থল থেকে আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে আছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।