বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানবতাবিরোধী অপরাধ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:২৯

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, ‘ছলিমুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর গত দুই বছরের বেশি সময় ঢাকাসহ দশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেনি তিনি। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ছলিমুদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানাধীন সোহাগী চরপাড়া এলাকা থেকে ৯০ বছর বয়সী এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে শুক্রবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, ‘ছলিমুদ্দিনের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, নির্যাতনসহ নানাবিধ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ১৯৭১ সালের ১২ অক্টোবর কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য মরহুম সৈয়দ হোসাইন আহম্মদের নির্দেশে ছলিমুদ্দিনসহ ১৫ থেকে ১৬ জন সশস্ত্র রাজাকার মিলে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে।’

তিনি জানান, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আওয়ামী লীগ সমর্থক নিরীহ হিন্দু ব্যবসায়ী গোপাল চন্দ্র করকে অপহরণ করে পাকিস্তান আর্মি ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যার পর লাশ গুম করা হয়। পরে ১৪ নভেম্বর সকাল দশটার দিকে মো. নুরুল হক ওরফে তারা মিয়াকে ধরে নিয়ে ময়মনসিংহের বড় মসজিদ রাজাকার ক্যাম্পে আটক রেখে অমানুষিক নির্যাতন শেষে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে গুলি করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়।

ওসি বলেন, ‘ছলিমুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর গত দুই বছরের বেশি সময় ঢাকাসহ দশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর