কক্সবাজারের আট উপজেলাকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। এলাকাগুলোকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পৌঁছাতে তথ্য সমৃদ্ধ পোর্টাল (bmd.gov.bd) তৈরি করেছে সরকারি দপ্তরটি।
পোর্টালে প্রথমিকভাবে কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলার প্রত্যেক ইউনিয়নের আবহাওয়া সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। বাকি ৫ উপজেলার প্রতিটি ইউনিয়নের আবহাওয়া তথ্য ক্রমান্বয়ে ওই পোর্টালে সংযুক্ত করা হবে।
বৃহস্পতিবার কক্সবাজারেরে একটি হোটেল আবহাওয়ার পূর্বাভাস ও দ্রুত ঘূর্ণিঝড় সতর্কতার ধরন সম্পর্কিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রবণ দেশ। প্রতিবছর ঘূর্ণিঝড়ের কারণে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি অনেকটা কমে এসেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে বাংলাদেশ।’