বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খানাখন্দ সংস্কারের নেশা, সেই ভ্যানচালকের চাকরি এলজিইডিতে

  • প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যানচালক মিস্টার আলীকে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএসের (লেবার কনট্রাকটিং সোসাইটি) সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয় এলজিইডি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের বাসিন্দা মিস্টার আলী। পেশায় ভ্যানচালক হলেও তার নেশা এলাকার রাস্তাঘাটের খানাখন্দ সংস্কার।

এক দশকের বেশি সময় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা ভ্যানচালককে নিয়ে গত ৩ জুলাই প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বাংলা। সেই মিস্টার আলীকে চাকরি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে বুধবার বিকেলে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী নিয়োগপত্র তুলে দেন মিস্টার আলীর হাতে।

এলজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর ভ্যানচালক মিস্টার আলী বলেন, ‘এটা হ্যামার জন্য সুখবর। বাড়ির লোকজন খুশি হবে। এখন যে কাজ দিবে স্যারেরা, সেটা করব।

‘এখন শিবগঞ্জে দিবে কী নবাবগঞ্জে দিবে জানি না, তবে যেখানে দিবে, সেখানে যে কাজে পাঠাবে, সেটাই করব।’

তিনি আরও বলেন, ‘হামি তো ম্যালাদিন থেইকা রাস্তা ভালো করি। পেপারে তুল্যা ধরাতে, স্যারের চোখে পড়ছে। তাই কাজটা দিল। আপনারদের ওপর খুব খুশি হইছি।’

এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী জানান, মিস্টার আলীকে নিয়ে দৈনিক বাংলার প্রতিবেদনটি দেখে, তিনি জানতে পারেন একজন ভ্যান চালক নিজ উদ্যোগে রাস্তার খানাখন্দ মেরামত করছেন। পরে তার সম্পর্কে আরও খোঁজখবর নেয়ার পর গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএসের (লেবার কনট্রাকটিং সোসাইটি) সুপারভাইজার হিসেবে মিস্টার আলীকে নিয়োগ দেয়ার কথা চিন্তা করেন।

তিনি বলেন, ‘আমাদের গ্রামীণ রাস্তা সংস্কারের যে কাজ হয়, গ্রামের হতদরিদ্র নারীরা মাটি ওঠানোর কাজগুলো করে থাকেন। সেই কাজগুলোই দেখাশোনা করবেন আলী।’

এ বিভাগের আরো খবর