চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মিজানুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ সাতদিন পর ফেরত দেয়া হয়েছে।
বুধবার বিকেলে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
নিহত মিজানুর রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের নবী ছদ্দিনের ছেলে। তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন।
জীবননগর থানার ওসি এস. এম. জাবীদ হাসান জানান, মরদেহ গ্রহণকালে বাংলাদেশের পক্ষে জীবননগর থানার উপ-পরিদর্শক এসএম রায়হান, উপ-পরিদর্শক সৈকত পাড়ে, সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বেণীপুর বিওপি কমান্ডার আতিয়ার রহমান পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।
বিজিবি ও বিএসএফের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে মিজানুরের মরদেহ ফেরত দেয়া হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারা মরদেহ মিজানুরের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়ায় নিয়ে গেছেন।