টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
উপজেলার বঙ্গবন্ধু মহাসড়কের চরভাবলা এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন ৩২ ইসমাইল হোসেন ও ৪২ বছর বয়সী মাসুদুর রহমান।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বুধবার দুপুরে বঙ্গবন্ধু মহাসড়কের দিকে মোটরসাইকেল যাওয়ার পথে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাসিব প্লাস পরিবহন বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই বাইকের দুই আরোহী নিহত হন। বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৪০০ মিটার ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। পরে পুলিশের এক সার্জেন্ট বাসটি জব্দ করে। দুজনের মরদেহ বঙ্গবন্ধু থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যমুনা পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটিও জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়।