ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে।
ধর্মপুর গ্রামের টিটা ফকির বাড়িতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৩৫ বছর বয়সী সুমি আক্তার সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই শিশুসন্তান ৫ বছরের শাহিদ ও ২ বছরের সিয়াম তার পাশেই খেলছিল। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। এতে মুহূর্তেই দুই সন্তানসহ সুমি খড়ের গাদার নিচে চাপা পড়ে প্রাণ হারান।
সুমি আক্তার ধর্মপুর এলাকার বাসিন্দা বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। তাদের মরদেহ ওই হাসপাতালে রাখা হয়।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, ‘তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
স্থানীয় আমজাদহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির হোসেন মিরু বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আমাদের জায়গা থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া জানান, মরদেহ দ্রুত দাফনের ব্যবস্থা করতে সহায়তা করা হচ্ছে। পরিবারের পক্ষে যদি সহায়তা চাওয়া হয়, প্রশাসন তাদের পাশে থাকবে।