পুরান ঢাকার নাজিরা বাজারে তেহারি খেয়ে ফেরার পথে গুলিস্তানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
গুলিস্তানের জিরো পয়েন্টে মঙ্গলবার রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৭ বছর বয়সী মোহাম্মদ রাসেলের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকত সে।
এ ঘটনায় আহত রাসেলের কিশোর দুই বন্ধু হলো মানিক ও এনামুল।
রাসেলের বন্ধু ইমন জানায়, মঙ্গলবার রাতে রাসেল ও তার তিন বন্ধু দুটি মোটরসাইকেলে করে পুরান ঢাকার নাজিরাবাজারে তেহারি খেতে যায়। তেহারি খেয়ে মিরপুর ফেরার পথে ইমনের বাইকের পেছনে বসা ছিল রাসেল। বাইক নিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে টার্ন নেয়ার সময় একটি ট্রাক তাদের বাইককে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়।
পরে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত বলে জানান। আহত দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত দুইজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।