চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বোরকা পরিহিত এক চোর। তবে বোরকার আড়াল থেকে বের হলো এক কিশোর। এমন ঘটনায় হতবাক নিরাপত্তা কর্মীরা।
অভিনব এ চুরির ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০১ নম্বর ওয়ার্ডে।
রোববার রাতে বোরকা পরে নারীবেশে চুরি করার সময় আটক হয় সাব্বির নামের ওই কিশোর। ঢামেকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করেন।
সাব্বিরের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আমরা বোরকা পরিহিত অবস্থায় ৮০১ নম্বর ওয়ার্ড থেকে একজনকে আটক করি। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন কিশোর। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেয়া হয়।’
তার সঙ্গে আরও কে কে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী বলেন, ‘গতরাতে ৮০১ নম্বর ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় আমরা একজনকে আটক করি। এ সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরকা পরে নারী সেজে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে-ঘুরে সে চুরি করত বলে স্বীকার করেছে।’
তিনি আরও বলেন, ‘এর আগেও সে নাকে স্প্রে করে এক নারীর কানের দুল, মোবাইল ও টাকা নেয়ার কথা স্বীকার করেছে।’
আটক সাব্বির জানায়, ‘আমি ৮০১ নম্বর ওয়ার্ড থেকে ওই রোগীর স্বজনের টাকা ও হাতব্যাগ নিয়েছিলাম। পরে আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।
‘এর আগেও ঢাকা মেডিক্যালে আমি অনেকবার চুরি করেছি। নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান করার স্প্রে কিনে এনে নারীদের মুখে দিয়ে তাদের টাকা গহনা মোবাইল নিয়ে যাই।’
চুরির সময় তার সঙ্গে এক নারী ছিল বলেও জানায় সে।