বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমপি-মেয়র দ্বন্দ্ব মাঠ থেকে গড়াল নদীতে

  • প্রতিনিধি, টাঙ্গাইল   
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩৬

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছোট মনির এবং বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের মধ্যে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এরমধ্যেই গোবিন্দাসীর নৌকাঘাটে বিবাদমান এ দুপক্ষের নৌকাবাইচ প্রতিযোগিতা বর্তমানে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে টাঙ্গাইল শহরহস পুরো জেলাজুড়ে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির ও ভুঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের মধ্যকার দ্বন্দ্ব এবার রাজনৈতিক মাঠ থেকে গড়িয়েছে জলে।

একই স্থানে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে দুপক্ষ। নৌকাবাইচকে কেন্দ্র করে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করতে দেখা গেছে। ভূঞাপুর উপজেলার যমুনা নদীর গোবিন্দাসী ঘাটে উভয়পক্ষের এ আয়োজন ঘিরে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছোট মনির এবং বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের মধ্যে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এরমধ্যেই গোবিন্দাসীর নৌকাঘাটে বিবাদমান এ দুপক্ষের নৌকাবাইচ প্রতিযোগিতা বর্তমানে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে টাঙ্গাইল শহরহস পুরো জেলাজুড়ে।

নৌকাবাইচ উপলক্ষে সংসদ সদস্য ছোট মনিরের তোরণ। ছবি: নিউজবাংলা

এমপি গ্রুপের নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খোকা বলেন, ‘এমপি ছোট মনিরের উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর নৌকাবাইচের আয়োজন করেছি। এ বিষয়ে প্রশাসনের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে। ফলে উল্লিখিত তারিখেই নৌকাবাইচ হবে।’

বাইচকে কেন্দ্র করে ইতোমধ্যে ঘাট এলাকায় মঞ্চ ও সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে মেয়র গ্রুপের বাইচ কমিটির আহ্বায়ক ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, ‘আমাদের নৌকাবাইচ বানচাল করতে এমপি গ্রুপও অন্য একটি নৌকাবাইচের আয়োজন করেছে। আমরা চার দিনব্যাপী নৌকাবাইচের আয়োজন করেছি। এজন্য এলাকায় মাইকিং করা হয়েছে। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করেছি।’

ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হকের তোরণ। ছবি: নিউজবাংলা

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ্ বলেন, ‘দুপক্ষের নৌকাবাইচে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে দুপক্ষেরই আবেদনের অনুলিপি পেয়েছি। দুপক্ষই জেলা প্রশাসকের কাছেও আবেদনপত্র দিয়েছে।’

ভূঞাপুরের ইউএনও বেলাল হোসেন বলেন, ‘নৌকাবাইচের জন্য উভয়পক্ষের আবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছি। এছাড়া আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্বে যারা আছেন, তারাও বাইচের সময় উপস্থিত থাকবেন। অবশ্য পরিস্থিতি ভিন্ন হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

নৌকাবাইচকে কেন্দ্র করে দায়িত্বশীল সবাই কাজ করছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর