স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, ‘আজম বিবাহিত হলেও আরাফাত অবিবাহিত ছিল। কয়েক দিন ধরে তার বিয়ের কথা চলছিল, আজ ফর্দের (চূড়ান্ত কথা) তারিখ ছিল। তারা ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে, বয়সও কাছাকাছি। ঘনিষ্ঠ বন্ধু ছিল দুজন।’
চট্টগ্রামে এক বন্ধুর মরদেহ দেখতে এসে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু হয়েছে।
জেলার হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকায় সোমবার এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকার মোহাম্মদ আরাফাত ও তার বন্ধু একই এলাকার আলী আজম।
তাদের মধ্যে আজম সিএনজিচালিত অটোরিকশার চালক। আরাফাত আসবাবপত্রের কারখানায় কাজ করতেন।
স্থানীয় কামাল কোম্পানি নামের এক ব্যক্তি বলেন, ‘সকালে নাশতার জন্য দোকান থেকে রুটি এনেছিল আরাফাত। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টার দিকে চিকিৎসায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
‘পরে তাকে গোসল দেয়ার সময় তার বন্ধু আজম আসেন। কাঁদতে কাঁদতে হঠাৎ বুকে ব্যথার কথা জানান তিনি। এ সময় তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, ‘আজম বিবাহিত হলেও আরাফাত অবিবাহিত ছিল। কয়েক দিন ধরে তার বিয়ের কথা চলছিল, আজ ফর্দের (চূড়ান্ত কথা) তারিখ ছিল। তারা ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে, বয়সও কাছাকাছি। ঘনিষ্ঠ বন্ধু ছিল দুজন।’
স্থানীয় কাউন্সিলর মো. আজম বলেন, ‘তারা দুজন একসঙ্গে বড় হয়েছে, একই বাড়ির ছেলে। আরাফাতকে গোসল দেয়ার সময় আজম দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
‘পরে তাকে হাসপাতাল নিয়ে গেলে সেও মারা যায়। দুজনের মৃত্যুই স্ট্রোকের কারণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।’
বন্ধুর মরদেহ দেখতে এসে প্রাণ গেল যুবকের
এ বিভাগের আরো খবর/p>