ঢাকা জজকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির আইন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ১৩ জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দেয় আদালত।
এসব আইনজীবীকে ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আদালতে তাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
জামিনপ্রাপ্তরা হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন ও আশরাফ জালাল খান মনন।
গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৬৬ আইনজীবীর বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে মামলা করেন।এ মামলায় হাজির হয়ে জামিন চাইলে আদালত ১৩ জনকে জামিন দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা জজকোর্ট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের ব্যাপক লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মামলা করা হয়।