গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শহরের কলেজ রোড এলাকায় রোববার রাত পৌনে ৯টার দিকে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ সুজনের।
এ ঘটনায় রাত ১০টার দিকে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।এ বিষয়ে তরিকুল সুজন জানান, তিনি কলেজ রোড এলাকা হয়ে সরকারি তোলারাম কলেজে নিজ মালিকানাধীন রেস্তোরাঁর সামনে গেলে আগে থেকেই অবস্থান নেয়া দুই যুুবক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে তাকে মারধর করতে থাকেন। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা চলে যান।
রাজনৈতিক বিরোধ থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তরিকুল।
তার অভিযোগ, হামলাকারী দুই যুবক কিল-ঘুষি মারার সময় বলছিলেন, ‘বেশি বাইড়া গেছো। নারায়ণগঞ্জে থাইকা কার নামে কী কও বোঝো?’ এরপর অকথ্য ভাষায় গালাগালি করে তারা।
এদিকে ঘটনার পর গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের চিহ্নিতসহ শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।
ওই সময় গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিসহ বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় মুখ তরিকুল সুজন। তিনি দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। তার রাজনৈতিক বক্তব্য ও কার্যক্রমের কারণে প্রতিপক্ষ কেউ এ হামলা চালিয়েছে।’
যারা হামলায় জড়িত তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি।বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মুনা বলেন, ‘হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
ফতুল্ল মডেল থানার ওসি নূরে আজম জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।