আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশের জনগণ আর এই অবৈধ সরকারকে দেখতে চায় না।
শনিবার বিকেলে দিনাজপুর শহরের বটতলী ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল আয়োজিত তারুণ্য পদযাত্রার প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা। অথচ এই অবৈধ সরকারের কারণে তিনি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বর্তমানে গৃহবন্দি করে রেখেছেন।’
কেন্দ্রঘোষিত তারুণ্য পদযাত্রা বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, ‘এই সরকার বিএনপির কর্মসূচিকে ভয় পায়। তাই তো তারুণ্য পদযাত্রা বানচালের জন্য নানাভাবে চেষ্টা করছে।’
ফখরুল বলেন, ‘গতকাল ঠাকুরগাঁওয়ে বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে। এই সরকার সকল গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে বিভিন্ন আইনে মিথ্যা মামলা দিচ্ছে। এই অবৈধ সরকার এখন পর্যন্ত ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইসলাম খান, জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সকালে রংপুর থেকে তারুণ্য পদযাত্রাটি শুরু হয়ে দিনাজপুরে এসে শেষ হয়। পদযাত্রায় বিএনপির অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।