রাজধানীর ডেমরার উত্তর সানারপাড় এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের সাত তলা থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আহত হন তিনি, পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ৩০ বছর বয়সী মাহফুজুর রহমান মাসুম লক্ষ্মীপুর জেলার মোহনপুর থানার পূর্ব চড়া মনি গ্রামের নুরুজ্জামানের ছেলে। থাকতেন ওই নির্মাণাধীন ভবনে। তিনি রড মিস্ত্রি ছিলেন।
মাসুমকে হাসপাতালে নেয়া তার সহকর্মী মো. জুয়েল জানান, রড বাইন্ডিং করার সময় অসাবধানতাবশত সাততলা থেকে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি জানান, তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।