বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাচারকারীর হাত থেকে রক্ষা পেল ৪৫ কাছিম

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৪

জিএস ট্রাভেলের যাত্রীবাহী বাস থেকে তিনটি ককশিট কার্টনের ভেতর চার প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করে পুলিশ। ওই সময় ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৪৫টি কাছিম উদ্ধার করেছে পুলিশ।

এ সময় এক কিশোরকে আটক করা হয়েছে।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার একটি টিম চট্টগ্রাম-ঢাকামুখী জিএস ট্রাভেলের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। ওই সময় তিনটি ককশিট কার্টনের ভেতর চার প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করা হয়। ওই সময় ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়।

বাসের সুপারভাইজার বলেন, ‘কাছিমগুলোকে বস্তাবন্দি করে ফেনী থেকে বাগেরহাটের উদ্দেশে তুলে দেয় এক ব্যক্তি। কিশোরটি কাছিমগুলো নিয়ে যাচ্ছিল।’

পুলিশ জানায়, উদ্ধার করা কাছিমগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কাছিম বহনকারীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর