বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহাম্মদপুরে মার্কেটে আগুন: পুড়ে যাওয়া দোকানের কয়লার ভেতরে স্বর্ণ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৯

রিয়াদ জুয়েলার্সের কর্মচারী মো. বেল্লাল বলেন, ‘কিছু স্বর্ণালংকার বের করতে পারছিলাম। পুরাটা বের করতে পারি নাই। বাকিগুলো আগুনে পুড়ে গেছে। এখন কয়লার ভেতরে স্বর্ণ খুঁজতেছি। ইতোমধ্যে অনেক পোড়া স্বর্ণ পেয়েছি।’

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন প্রায় ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

এ মার্কেটের স্বর্ণের দোকানগুলো থেকে সব স্বর্ণ বের করতে পারেননি ব্যবসায়ীরা। তাই আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বর্ণ ব্যবসায়ীরা দোকান থেকে কয়লা বের করে পুড়ে যাওয়া স্বর্ণের সন্ধান চালাচ্ছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এসব স্বর্ণের দোকানে ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, কয়েকজন আনসার সদস্য বেলচা দিয়ে দোকানের ভেতরে থাকা পুড়া যাওয়া কয়লা বের করছেন। এ কয়লায় এখনও আগুন রয়েছে। আর কয়লা সরিয়ে ভেতরে স্বর্ণ খুঁজছেন দোকানের লোকজন। পুড়ে যাওয়া দোকানগুলো থেকে কয়েকটি বোল্ট বের করতে দেখা যায়।

দোকানিরা দাবি করছেন, এ কয়লার ভেতরে খুঁজে তারা অনেক স্বর্ণ পেয়েছেন। কারণ সব স্বর্ণ তারা বের করতে পারেননি।

রিয়াদ জুয়েলার্সের কর্মচারী মো. বেল্লালকে দেখা যায় কয়লা সরিয়ে স্বর্ণ খুঁজতে।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘কিছু স্বর্ণালংকার বের করতে পারছিলাম। পুরাটা বের করতে পারি নাই। বাকিগুলো আগুনে পুড়ে গেছে। এখন কয়লার ভেতরে স্বর্ণ খুঁজতেছি। ইতোমধ্যে অনেক পোড়া স্বর্ণ পেয়েছি।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুনে কয়লার ভেতর থেকে পুড়ে যাওয়া স্বর্ণের সন্ধান চালাচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: নিউজবাংলা

পাশেই আলিফ জুয়েলার্সের মো. শান্তও কয়লার ভেতর থেকে পুড়ে যাওয়া স্বর্ণের সন্ধান চালাচ্ছিলেন।

তিনি বলেন, ‘আগুন লেগেছে শুনে এসে কিছু স্বর্ণ বের করতে পেরেছিলাম। বাকি স্বর্ণ পুড়ে গেছে। এখন দোকানের পুড়ে যাওয়া কয়লা থেকে অল্প অল্প কয়লা বের করে স্বর্ণের সন্ধান চালাচ্ছি। কিছু স্বর্ণ পেয়েছি। বাকিগুলো খুঁজতেছি।’

এর আগে ব্যবসায়ীরা দাবি করেন, এ মার্কেটে ১৮টি স্বর্ণের দোকান পুড়ে যায়। এর মধ্যে ৯টি স্বর্ণের দোকান মার্কেটের বাইরের অংশে। বাকি ৯টা দোকান মার্কেটের ভেতরে।

এ বিভাগের আরো খবর