রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুনে ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে সামনে ছিল ৯টি ও ভেতরে ছিল ৯টি দোকান।
দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, ‘দুটি অলংকারের দোকান ছিল আমার। বৃহস্পতিবার ভোররাত চারটায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারেনি। সামান্য কিছু আমার মতো সবাই সরিয়েছে। দুই দোকানে দুই কোটি টাকার অলংকারের মালামাল ছিল। মার্কেটের মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।’
সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার বলেন, ‘দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে, তবে বেশিরভাগই দোকানে ছিল। এখন দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।’
স্বর্ণের দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ, মুদি দোকান, ফল ও ব্যাগের দোকান ছিল।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে।
পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। প্রায় ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।