বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে না: নতুন প্রধান বিচারপতি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৫২

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বিচারকরা তাদের মতো করে বিচার কাজ করে যাচ্ছেন। বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এটা আমি মনে করি না। যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন বা যেসব আইনজীবী বন্ধু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তারা রাজনীতিটা করুন। কিন্তু কোর্টের মধ্যে, আদালতে তারা যেন সহনশীলতার পরিচয় দেন।’

বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এমনটা মনে করেন না সদ্য নিয়োগ পাওয়া দেশের ২৪তম প্রধান বিচারপতি (শপথের পর কার্যকর) ওবায়দুল হাসান।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।

নতুন প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকরা তাদের মতো করে বিচার কাজ করে যাচ্ছেন। বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এটা আমি মনে করি না।

‘শুধু একটি কথা বলব, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন বা যেসব আইনজীবী বন্ধু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তারা রাজনীতিটা করুন। কিন্তু কোর্টের মধ্যে, আদালতে তারা যেন সহনশীলতার পরিচয় দেন। তারা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হোন।’

দুর্নীতি সর্বত্র একটি ক্যানসারের মতো কাজ করছে উল্লেখ করে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘এটি এমন নয় যে শুধু বিচার বিভাগেই আছে, এমন নয় যে এটি শুধু অন্য কোনো বিভাগে আছে; এটি সব জায়গাতেই কিছু না কিছু আছে। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে তা কিছু না কিছু কমানো যাবেই বলে মনে করি।

‘সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার করে, শুধু আইন-আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা যাবে না।’

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথের পর থেকে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। ২৫ সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাবেন।

এ বিভাগের আরো খবর