বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘণ্টা বাজানোর সময় এসেছে: শামীম ওসমান

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ১১ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২৪

শামীম ওসমান বলেন, ‘সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। আর আজকে আমাদের স্লোগান ধরতে হয়- বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা কর।’

বিএনপিসহ বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করলে সহ্য করা হবে না। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, আমরা তা মেনে নেব না। তাই মনে হয়েছে, এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। নারায়ণগঞ্জ থেকেই ঘণ্টা বাজাতে হবে।’

সোমবার বিকেলে সোনারগাঁয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নেতা-কর্মীদের স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে ‘দেশ বাঁচাও’ স্লোগানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শামীম ওসমান। একইসঙ্গে আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জনসভা সফল করতে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে একজন পলিটিক্যাল ... আছে। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি, আপনারা তাদের পক্ষে যান। তারপর ওদের ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।’

তিনি বলেন, ‘রাজনীতিতে কিছু হিসাব-নিকাশের বিষয় আছে। আমি খোঁজ-খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই, যারা স্বাধীনতার সময় ৩০ লাখ মানুষের জীবন নিয়েছিল। দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়েছিল। ওরা ইসলামের কথা বলে মানুষ জবাই করেছিল। আমরা কি এজন্য মাঠে নামব না? নামব স্বাধীনতার পক্ষের শক্তির জানান দিতে। সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন- বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। আর আজকে আমাদের স্লোগান ধরতে হয়- বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা কর।’

সমাবেশের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেবে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন, আমরা এমন আওয়াজ তুলব, যা সারাদেশে ছড়িয়ে পড়বে।’

সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর