মাদারীপুরের কালকিনিতে রুটিপড়া খেয়ে এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কথিত কবিরাজ ইস্রাফিল শেখকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপালগঞ্জের মুকসুদপুরের নিশ্চিন্তপুরে নিজ বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করে বলেন, ‘অনেকদিন ধরে ইস্রাফিল মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশালসহ আশপাশের কয়েকটি জেলায় করিরাজি করার মাধ্যমে প্রতারণা করে আসছেন। তার নামে একটি প্রতারণার মামলাও আছে।
‘প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে আইনের মুখোমুখি করা হচ্ছে।’
১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। ওই ঘটনায় পাশের দোকানি জাহিদুলকে দায়ী করা হয়। এতে প্রতিবাদ জানান জাহিদুল।
পরে রোববার সকাল ১০টার দিকে চোর ধরার উদ্দেশ্যে বাজারের পাশে একটি মাদ্রাসা মাঠে রুটিপড়া খাওয়ার আয়োজন করা হয়। উপস্থিত ৫০ জন সন্দেহভাজনকে কথিত কবিরাজের দেয়া একটি করে রুটিপড়া খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় জাহিদুলের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নামে কালকিনি থানায় মামলা করেন।