বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারতে জি২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ করে রোববার সন্ধ্যায় ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ। বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় তাকে।
সফরের প্রথম দিন রাতে ভোজসভায় যোগ দেয়ার পর দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
ওই বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে (ফ্রান্সের সঙ্গে) বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কের সূচনা করেছিলেন, সেটি নতুন উচ্চতায় পৌঁছেছে।’
তিনি বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্কের ঐতিহাসিক দিন আজ।
সরকারপ্রধানের ভাষ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বাংলাদেশের সার্বভৌম নীতি ও স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর পাশাপাশি সমর্থন জানিয়েছে ফ্রান্স।
‘আমাদের উভয়ের আশা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নতুন এই কৌশলগত পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে’, বলেন প্রধানমন্ত্রী।