চট্টগ্রামে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার পাশে এ হত্যার ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হোসেন সরাইপাড়া এলাকার প্রয়াত নুরু মিয়ার ছেলে। অভিযুক্ত জসীমও একই এলাকার প্রয়াত আব্দুল গনির ছেলে। তারা দুজনই স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত।
স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে রোববার বেলা ২টার দিকে হোসেন ও জসীমের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় জসীম ছুরি দিয়ে আঘাত করলে হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে হোসেনকে ছুরিকাঘাত করে জসীম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’