নওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বহন করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার মহিলা কলেজ রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চাঁদপুর গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে ৫১ বছর বয়সী মোহাম্মদ আব্দুল হামিদ এবং নওগাঁ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আলিম চৌধুরীর ছেলে ৩২ বছর বয়সী আশরাফুল ইসলাম।
ওসি আতিয়ার রহমান বলেন, ‘গোপন সংবাদে থানা পুলিশের একটি টিম উপজেলার মহিলা কলেজ এলাকায় অভিযান চালায়। পুলিশের অবস্থান জানতে পেরে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া গাঁজা বহন কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হিরো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিদের জেলে পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়-বিক্রি করে আসছে। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’