দিনাজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনের ওপর হামলা ও প্রাইভেটকার ভাংচুরের মামলায় বিএনপি নেতা আনিসুর রহমান বাদশাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ এই আদেশ দেন।
বিকেলে কড়া পুলিশ প্রহরায় বিএনপি নেতা আনিসুর রহমান বাদশাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তার আনিসুর রহমান বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত ২৩ জুলাই দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বাদী হয়ে বিএনপি নেতা আনিসুর রহমান বাদশাসহ কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম এটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুপুরে আনিসুর রহমান বাদশা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচার শুনানি শেষে তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত। বিকেলে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।’
মামলার বিবরণে বলা হয়, গত ১৯ জুলাই দুপুরে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রায় যোগদান করার জন্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হুসাইন বিপু, খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ, সৌরভ গুহ ও ইশতিয়াক আহমেদ একটি প্রাইভেট কারে করে দিনাজপুরে আসছিলেন।
পথে বাশেরহাট নামক এলাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আনিসুর রহমান বাদশাসহ কয়েকজন মিলে গাড়ি থামিয়ে হামলা চালান। এ সময় ইট, পাথর ও লোহার রড দিয়ে গাড়ির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এই হামলায় আহত হন গাড়ির ভিতরে থাকা আওয়ামী লীগ নেতারা।