বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহাম্মদপুরে চোর সন্দেহে শিশুকে পিটিয়ে হত্যা, পাঁচজন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪০

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ‘অভিযুক্ত জহিরুল বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে আকাশের ফুফুকে ফোন করে বলেন আকাশকে বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মানাধীন ভবন থেকে নিয়ে যেতে। ফুফু সেখানে গিয়ে দেখতে পান শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ আহত অবস্থায় পড়ে আছে আকাশ।’

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিরাজগঞ্জ সদর থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন জহিরুল ইসলাম বাবু ও আবদুল বারেক বাবু। একই দিনে আরও তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব, যারা হলেন মো. মীর মোয়াজ্জেম হোসেন ওরফে প্রান্ত, মো. ফিরোজ ও মো. মোস্তাফিজুর রহমান।

মারধরে প্রাণ হারানো ১৪ বছর বয়সী শিশুর নাম আকাশ।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘মোহাম্মদপুর থানার টিক্কাপাড়া বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনে থাকা নিরাপত্তাকর্মী ও নির্মাণশ্রমিকরা শিশু আকাশকে চোর সন্দেহে আটক করে মারধর করেন।

‘এতে শিশুটি গুরুতর জখম হয় ও অসুস্থ হয়ে মারা যায়। নিহতের ফুফুর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।’

পুলিশের কর্মকর্তা মৃত্যুঞ্জয় বলেন, ‘আকাশ বুধবার রাত ১০টার দিকে তার বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে অভিযুক্ত জহিরুল আকাশের ফুফুকে ফোন করে বলেন আকাশকে বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মানাধীন ভবন থেকে নিয়ে যেতে।

‘ফুফু সেখানে গিয়ে দেখতে পান, আকাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ আহত অবস্থায় পড়ে আছে সে। কিছুক্ষণ পর আকাশের সমস্ত শরীর ঠান্ডা, নিথর ও নিস্তেজ হয়ে পড়ে। এর পরই শিশুটির মৃত্যু হয়।’

মৃত্যুঞ্জয় আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ও বারেককে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে আকাশকে হত্যায় ব্যবহৃত লাঠি, লোহার রড ও ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।’

আকাশ হত্যার ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের প্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর