রাঙ্গামাটির সাজেকে ভ্রমণে গিয়ে অপহরণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান থেকে অপহৃত ছাত্রীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে সাজেক থানা পুলিশ।
অপহৃতা শিক্ষার্থী ঢাবি’র লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর চৌত্রিশ ব্যাচের শিক্ষার্থী।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পুলিম সুপার (এসপি) মীর আবু তৌহিদ।
এসপি মীর আবু তৌহিদ বলেন, ‘সাজেক থানার সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।’
এর আগে বুধবার বেলা সোয়া বারোটার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে সে একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত। ঢাবিতে পড়াশোনা করলেও তার গ্রামের বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়িতে।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসপি মীর আবু তৌহিদ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিভাগের ৪০ জন শিক্ষার্থীর একটি দল সাজেকের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়। তাদের সঙ্গে বিভাগের একজন শিক্ষকও ছিলেন। বুধবার সাজেক ঢোকার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
এ ঘটনার পর লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিনা ওসমান বলেন, ‘মেয়েটা রেসকিউ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা অপহরণ করেছে সেসব পাহাড়ি ছেলেরা তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করেছে। তারা তাদের (মা-বাবা) কাছেই তাদের মেয়েকে হ্যান্ডওভার করবে, কোনো বাঙালির কাছে না। তার মা-বাবা তাকে রেস্কিউ করতে যাচ্ছে সেখানে।’
তিনি আরও বলেন, ‘আর্মি-পুলিশ সবাই অ্যাকশনে আছে। আমরা বিভাগ থেকে নিয়মিত যোগাযোগ রাখছি। মেয়েটা সেইফ আছে। মা-বাবার সঙ্গে মেয়েটার কথা হয়েছে। তারা এখন মেয়েকে আনতে রাঙ্গামাটির দিকে যাচ্ছেন।’