বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুকে পুলিশ বক্সের পাশে রেখে পালালো অপহরণকারী

  • প্রতিবেদক, চট্টগ্রাম    
  • ৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২৮

পাঁচলাইশ থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ফুটেজে একজন নারীকে দেখা গেছে, আমরা তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।’

চট্টগ্রাম জেলার চান্দগাঁওয়ে অপহৃত এক শিশুকে রেখে পালিয়ে গেছে অপহরণকারী।

বুধবার সকালে চান্দগাঁওয়ের মোহরা থানার ২ নম্বর গেটের পুলিশ বক্সের পাশে ওই শিশুটিকে রেখে যায় অপরাধীরা।

এর আগে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে প্রতিদিনের মত চান্দগাঁওয়ের মোহরা এলাকায় বাড়ির সামনে খেলছিলো সাড়ে তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ। এসময় অজ্ঞাত এক নারী চিপসের প্রলোভন দেখিয়ে অপহরণ করে তাকে।

ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজে চলন্ত রিকাশায় অজ্ঞাত নারীর কোলে বসে চিপস খেতে দেখা যায় শিশুটিকে। অপহরণের বিষয়টি আঁচ করতে পেরে ওইদিনই থানায় অভিযোগ জানায় পরিবার।

অপহৃত আব্দুল্লাহ দুবাই প্রবাসী মাহাবুব আলমের ছেলে। মায়ের সঙ্গে নগরীর চান্দগাঁও থানার মোহড়া কুলা পাড়া এলাকার বসবাস করত সে।

শিশুটির মায়ের অভিযোগ পেয়ে আটঘাট বেঁধে মাঠে নামে পুলিশ। পুলিশি তৎপরায় সামলাতে না পেরে বুধবার সকালে নগরীর ২ নম্বর গেট পুলিশ বক্সের পাশে রেখে পালায় অপরাধীরা। খবর পেয়ে পুলিশ শিশুটিকে স্বজনদের হাতে তুলে দেয়।

পাঁচলাইশ থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলের আশেপাশে কয়েক কিলোমিটারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। এরমধ্যে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করেছি। এক পর্যায়ে বুধবার সকালে পুলিশ বক্সের পাশ থেকে শিশুটিকে আমরা উদ্ধার করেছি।’

তিনি আরও জানান, ‘সিসিটিভি ফুটেজে একজন নারীকে দেখা গেছে, আমরা তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।’

এ বিভাগের আরো খবর