নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন এক ব্যক্তি।
বুধবার গভীর রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত ৪৩ বছর বয়সী মোশারফ হোসেনের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ঘরের সিঁধ কেটে চুরি করার সময় স্থানীয়দের পিটুনিতে ওই ব্যক্তি মারা যান। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
‘নিহতের বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা কোনো অভিযোগ দিলে মামলা নেয়া হবে।’
এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে চুরির অভিযোগে নাসির উদ্দিন মাসুদ নামে এক যুবককে সংঘব্ধ পিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।