বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু: ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি ফখরুলের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:০১

ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, আজকে কোনো অসুখই, কোনো ব্যাধি, এখানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটাকে নিয়ন্ত্রণ করতে। ডেঙ্গু একটি ভাইরাস; মশাবাহিত যে ভাইরাস, এডিস মশা। সেই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা তো অসম্ভব কিছু না।’

ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যর্থ হয়েছেন অভিযোগ করে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর পান্থপথে বুধবার ডিএনসিসির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ডিএসসিসির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফখরুল এ দাবি করেন।

দেশে, বিশেষত রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে জানুয়ারিতে। বর্তমান সময়ে এসেও পরিস্থিতি মোটামুটি একই রকম।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হাসপাতালগুলোতে ভর্তি হয় ২ হাজার ৭৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

সবশেষ ১১ জনসহ চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই ডেঙ্গু আজকে যেভাবে শুধু ঢাকা নয়, সারা দেশে একটা বলা যেতে পারে একটা এপিডেমিকের (মহামারি) মতো; সংক্রামক একটা রোগের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতোমধ্যে প্রায় কয়েক শত…৬৫৭ জনের প্রাণ চলে গেছে। অনেকেই প্রতিদিন এটাতে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে; চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না।

‘দুর্ভাগ্য আমাদের, আজকে কোনো অসুখই, কোনো ব্যাধি, এখানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটাকে নিয়ন্ত্রণ করতে। ডেঙ্গু একটি ভাইরাস; মশাবাহিত যে ভাইরাস, এডিস মশা। সেই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা তো অসম্ভব কিছু না।’

তিনি বলেন, ‘আমরা দেখছি কলকাতার মতো শহর, যেখানে অত্যন্ত জনবহুল একটা শহর। সেই শহরে তারা ডেঙ্গু শক্তভাবে নিয়ন্ত্রণ করেছে। আজকে দুর্ভাগ্য আমাদের, ঢাকায় যে দুইজন মেয়র নির্বাচিত হয়েছেন, তারা জনগণের দ্বারা নির্বাচিত মেয়র নন…তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই।’

সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে। জনগণের ন্যূনতম যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে...আমি মনে করি এই দায়দায়িত্ব নিয়ে দুই সিটি করপোরেশনের…জোর করে বসে আছেন ক্ষমতায়, মেয়র, তাদের পদত্যাগ করা উচিত।’

এ বিভাগের আরো খবর