ময়মনসিংহে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরের শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন কয়রা গ্রামের ৪৩ বছর বয়সী শহিদুল ইসলাম শহিদ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা থানাধীন আখাউরা বৈশর গ্রামের ২১ বছর বয়সী মো. রাশেদ।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ‘সোমবার বিকেলে একটি প্রাইভেট কারের ভেতর ৬৭ কেজি গাঁজা বিক্রির উদ্দেশে নিয়ে আসা হয়েছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে প্রাইভেট কার তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। প্রাইভেট কার জব্দ করে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘এরা দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। আটক দুইজনের নামে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’