বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুনামগঞ্জে মামার হাতে ভাগ্নে খুন

  • প্রতিনিধি, সুনামগঞ্জ   
  • ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:২৭

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্পর্কে মামা-ভাগ্নে মনছব ও সাদির হোসেনের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। রবিবার রাতে এ বিষয় নিস্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সাদির হোসেনের মামা মনছব আলীর সঙ্গে ৪০ হাজার টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মামা মনছব আলী উত্তেজিত হয়ে ভাগনা সাদির হোসের উপর হামলা চালান।

সুনামগঞ্জের ছাতকে মামার হাতে ভাগ্নে খুন হওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে টাকা লেনদেনের বিষয় নিয়ে শনিবার রাতে সালিশ-বৈঠক চলাকালে মামার আকস্মিক হামলায় নিহত হন ভাগ্নে।

ছাতক সার্কেল এএসপি রনজয় চন্দ্র মল্লিক হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ৩০ বছর বয়সী সাদির হোসেন ও হামলাকারী মনছব আলী একই বানায়ত গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্পর্কে মামা-ভাগ্নে মনছব ও সাদির হোসেনের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। রবিবার রাতে এ বিষয় নিস্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সাদির হোসেনের মামা মনছব আলীর সঙ্গে ৪০ হাজার টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মামা মনছব আলী উত্তেজিত হয়ে ভাগনা সাদির হোসের উপর হামলা চালান।

হামলায় গুরুতর আহত সাদির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক সার্কেল এএসপি রনজয় চন্দ্র মল্লিক বলেন, ‘জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’

এ বিভাগের আরো খবর