নাটোরের বাগাতিপাড়ায় উত্তরা এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার বড়াল রেলওয়ে সেতুর ওপর সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুজ্জামান রুমেল জানান, বাগাতিপাড়া এলাকায় প্রতিদিনের মতো বড়াল নদীর সেতুর ওপর দিয়ে গ্রামের মানুষজন পারাপর হচ্ছিল। ওই সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি সেতুর ওপর চলে এলে অন্যরা পাশে নিরাপদে দাঁড়াতে পারলেও ওই যুবক ভয়ে থেমে যান। এতে ট্রেনের ধাক্কায় গার্ডারের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে প্রথমে থানা পুলিশ গিয়ে রেলওয়ে পুলিশকে সংবাদ দেয়। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিচয় জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।