শখের বিড়ালটি হারিয়ে যাওয়ায় তাকে খুঁজে পেতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছিলেন নুসরাত নওরিন। সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার কথাও পোস্টারে উল্লেখ করেন তিনি।
সেই পোস্টারের মাধ্যমে খুঁজে পেয়েছেন তার শখের বিড়াল ‘স্মোকিকে’। হারিয়ে যাওয়ার দুই দিনের মধ্যে শনিবার রাতে স্মোকি নামে বিড়ালটিকে ফিরে পান নুসরাত।
প্রিয় বিড়ালের সন্ধানদাতাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কারও দেয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাতের বাড়ি রাজশাহী নগরের বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায়। বিড়ালপ্রেমী নুসরাতের স্মোকি ছাড়াও আরও পাঁচটি বিড়াল আছে।
নুসরাত বলেন, “আমার মোট ছয়টি বিড়াল আছে। এদের মধ্যে অসুস্থ চারটি বিড়াল নিয়ে শুক্রবার প্রাণী চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলাম। ফেরার পথে হারিয়ে যায় ‘স্মোকি’ নামের বিড়ালটি। এরপর থেকে তাকে ফিরে পেতে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় হাজারখানেক পোস্টার লাগাই। ফেসবুকেও ঘোষণা দেয়া হয় সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করার।
“শনিবার রাত সাড়ে ১০টার দিকে একজন ফোন দিয়ে বিড়ালটি পাওয়ার কথা জানান। তার দেয়া বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পারি এটি স্মোকি। এরপর তার সঙ্গে দেখা করে বিড়ালটি নিয়ে তাকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা দিয়েছি।”
হারিয়ে যাওয়া স্মোকিকে খুঁজে পান একটি নির্মাণ প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্বে থাকা আবির হোসেন।
তিনি বলেন, ‘অন্যদিনের মতো আমি আমার কাজে যাই। ওই সময় দেখি একটি বিড়াল। আমি বুঝতে পেরেছিলাম এটা কারও পালা বিড়াল। কেউ না কেউ খোঁজ নিতে আসবে। তাই নিজের কাছে রেখে দিই।
‘এরপর হঠাৎ দেখি পোস্টার লাগাচ্ছে কিছু লোকজন। সে পোস্টার দেখে কল দিলে মালিক এসে বিড়াল নিয়ে যান।’