বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁয় বেকারিতে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতির দাবি

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৬

মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সফিউর রহমান জানান, রাত ১১ টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পান তারা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের মধ্যে যা ছিল, সব আগুনে পুড়ে গেছে।

নওগাঁর মান্দা উপজেলায় একটি বেকারিতে আগুন লেগে দোকানসহ সব মালামাল পুড়ে গেছে।

উপজেলার সতিহাটে প্রান্ত বেকারি হাউজে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুন ধরে।

দোকানের মালিক আবু গিফারি প্রান্ত দাবি করছেন, এ ঘটনায় মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া ওঠা শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে ওঠে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু জার গিফারি প্রান্ত বলেন, ‘প্রতিদিন প্রায় রাত ১১টার কিছু সময় পর দোকান বন্ধ করা হয়। গতকালও একই সময়ে দোকান বন্ধ করে বাড়ি যাই। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরই খবর আসে দোকানে আগুন লেগেছে।’

তিনি জানান, দোকানে প্রায় ছয় লাখ টাকার মালামাল ছিল। এ ছাড়া নগদ আরও চার লাখ টাকা ক্যাশবাক্সে রাখা ছিল। সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়েছে।

মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সফিউর রহমান জানান, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পান তারা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের মধ্যে যা ছিল, সব আগুনে পুড়ে গেছে।

তিনি বলেন, ‘এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই লাখ টাকার, তবে দোকান মালিকের দাবি তার ক্ষতির পরিমাণ আরও বেশি।’

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর