রাজধানীর পোস্তগোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।
পোস্তগোলা ব্রিজে শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ২৩ বছর বয়সী ফরহাদুল ইসলাম শিহাব চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আবদুস সাত্তারের ছেলে। যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন তিনি।
এ ঘটনায় শিহাবের বন্ধু আবু হোসেন সৌরভ আহত হয়েছেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিহাব রাতে বন্ধুকে সঙ্গে বাইকে করে মাওয়ায় ঘুরতে বের হন। পরে বাসায় ফেরার পথে পোস্তাগোলা ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে পড়ে তার মাথা পিষ্ট হয়। খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।