বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইনফো হান্টারের ভিডিও: খাসিয়াপুঞ্জিতে পানির দুর্ভোগ লাঘবের ব্যবস্থা

কালেঞ্জি পুঞ্জির সবার উপস্থিতিতে শনিবার বেলা ১১টার দিকে সুপেয় পানি পাওয়ার বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সরবরাহের জন্য ৮ হাজার ওয়াটের একটি জেনারেটর, একটি সাবমার্সিবল পানির পাম্প ও পানির সাতটি বড় ট্যাংক।

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের দুর্গম কালেঞ্জি খাসিয়াপুঞ্জিতে ৯০টি পরিবারের বসবাস। বিদ্যুৎহীন এ পুঞ্জির বাসিন্দাদের পানি আনতে নামতে হতো ৩০০ ফুট পাহাড়ি টিলার নিচে।

শ্রমিকের মাধ্যমে কূপ থেকে প্রতি কলসি ১০ টাকা দামে সপ্তাহে দুই দিন সুপেয় পানি কিনতে হতো পরিবারগুলোকে। আর এ পানি দিয়ে সারা সপ্তাহ চলতে হতো।

সুপেয় পানি পাওয়া নিয়ে খাসিয়াপুঞ্জির বাসিন্দাদের এ দুর্ভোগের কথা সম্প্রতি ভিডিওতে প্রকাশ করে ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার (Info Hunter)। তাদের ফেসবুক পেজেও ভিডিওটি প্রচার করা হয়।

ওই ভিডিও দেখে দুর্ভোগ লাঘরের উদ্যোগ নেন ঢাকার গালিব আহমেদ, জার্মানিতে বসবাসরত শাকিল, লন্ডনে থাকা সানা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিসহ পাঁচজন। তাদের সহায়তায় কালেঞ্জি খাসিয়াপুঞ্জির দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে।

কালেঞ্জি পুঞ্জির সবার উপস্থিতিতে শনিবার বেলা ১১টার দিকে সুপেয় পানি পাওয়ার বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সরবরাহের জন্য ৮ হাজার ওয়াটের একটি জেনারেটর, একটি সাবমার্সিবল পানির পাম্প ও পানির সাতটি বড় ট্যাংক।

এসব উপকরণ পেয়ে কালেঞ্জি খাসিয়াপুঞ্জির বাসিন্দারা ইনফো হান্টার চ্যানেলের সাকিবুর রহমানসহ উপকরণ সরবরাহকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘আমি যখন আমার ইউটিউব ও পেজে এটা আপলোড দিই, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্ট দেখে প্রথমে চেয়েছিলাম একটা স্কুল দেব, কিন্তু পরে ভাবলাম শিক্ষক কোথায় পাব? এই চিন্তা করে এটা বাদ দিলাম। তাদের দীর্ঘদিনের পানির সমস্যা ছিল। সেটার জন্য সুপেয় পানির ব্যবস্থা ও বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থা করে দিই।

‘তা ছাড়া আমি তাদের জন্য একটা জিপের ব্যবস্থা করে দেব। সে গাড়ি করে তারা হাসপাতালে যাওয়া-আসা করতে পারবে। অন্যান্য পুঞ্জিগুলোকে এভাবে সহযোগিতা করব। আমার মানবিক ভাইদের সহযোগিতায় এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাব।’

সুপেয় পানি নিশ্চিতের উপকরণ প্রদানের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, কালেঞ্জি পুঞ্জির মান্রী (সমাজপ্রধান) নাইট খেরিয়াম, সহকারী মান্রী নিয়ন খেরিয়াম, রোজিনা তংপের, গালিব আহমেদসহ অনেকেই।

এ বিভাগের আরো খবর