ঢাকার সাভারের আশুলিয়ায় কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি মহিলা কবরস্থানে গিয়ে শুক্রবার সকালে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কবরস্থানটির এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ দাফন করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা দেড় বছর আগে মারা গেলে এই কবরস্থানেই তাকে দাফন করা হয়। তার দাফনের পর থেকেই প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি।
প্রতি শুক্রবারের মত এদিনও কবরস্থানে আসলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও চারটি কবর খুড়ে কঙ্কাল চুরি নজরে আসলে ওই নারী স্থানীয়দের খবর দেন।
কবরস্থানটির খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। এছাড়া আমরা থানায় বিষয়টি অবহিত করেছি।’
এ বিষয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়া বলেন, ‘এই ঘটনাটি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমি এলাকায় নেই, ফিরে এসে এ ব্যাপারে খোঁজখবর নেব।’
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, এ ব্যাপারে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগেও আশুলিয়ার কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। তবে তাদেরকে এখনও চিহ্নিত বা আটক করা যায়নি।’