বরিশালের গৌরনদীতে এক বিধবাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার গৌরনদী মডেল থানায় ওই মামলা করেন ভুক্তভোগী নারী।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, একজনের সঙ্গে মোবাইল ফোনে ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় ও প্রেম হয়। তাকে বিয়ের প্রলোভন দিয়ে গৌরনদীতে নিয়ে আসে সে।
তিনি জানান, ওই নারী বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদীর একটি বিদ্যালয়ের সামনে আসেন। সেখান থেকে তাকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়া হয়।
হেলাল উদ্দিন জানান, সেখানে তার প্রেমিক তাকে ধর্ষণ করে। ওই সময়ের দৃশ্য মোবাইলে ধারণ করে প্রেমিকার তিন সহযোগী। পরে ওই ভিডিও দেখিয়ে আরও একজন ওই নারীকে ধর্ষণ করেছে। এরপর মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে তাকে রেখে চলে যায় তারা।
তিনি জানান, এ ঘটনায় ওই নারী শুক্রবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন। এতে দুই নামধারী ও দুজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।